Trending

Tuesday, 30 April 2019

নতুন তারকা পেলো ইস্টবেঙ্গল

ইস্টবেঙ্গলে নতুন স্ট্রাইকার:


জবি জাস্টিন কে একান্তই পাওয়া যাবে না এটা ধরে নিয়েই নতুন ভারতীয় স্ট্রাইকার সন্ধানের কাজ শুরু করে দিয়েছিলেন ইস্টবেঙ্গল কোচ আলেজান্দ্র মেনেন্ডেজ। কোচের প্রথম পছন্দ গত মরশুমে শিলং লাজং এ খেলা ২০ বছরের তরুন স্ট্রাইকার নাওরেম মহেশ।

তরুন এই স্ট্রাইকার সুপরিচিত তার গতির জন্য আই লিগে কিছু গোল ও করেছেন লাজং এর জার্সি গায়ে। তাই জবির পরিবর্তে গতিশীল এই ফুটবলারকে পেতে মরিয়া লাল-হলুদ শিবির।

নাওরেম এর সাথে কর্তাদের কথা অনেকটাই এগিয়েছে তিনি নিজেও ইস্টবেঙ্গলে খেলতে ইচ্ছুক সুতরাং মহেশের কলকাতা যাত্রা শুধু সময়ের অপেক্ষা। নাওরেম মহেশ কে পেয়ে লাল-হলুদের স্ট্রাইকিং সাইড যে শক্তিশালী হবে তা ধরে নেওয়াই যায়। এবার শুধু দেখার গত মরশুমে ৯ গোল করা জবি জাস্টিনের কতোটা পরিপূরক হতে পারবেন এই মিজো স্ট্রাইকার।

No comments:

Post a Comment