Trending

Monday, 29 April 2019

পরিবর্তন হতে পারে আইপিএল ২০১৯ -এর সময়সূচী

পরিবর্তন হতে পারে আইপিএল ২০১৯ -এর সময়সূচী:
গত শনিবারে সুপ্রিম কোর্ট দ্বারা নিযুক্ত হলো প্রকাশন কমিটি, পরিবর্তন হতে পারে আইপিএল ২০১৯ প্লেঅফের এর সময়সূচী। সাধারণত আটটায় শুরু হওয়ার কথা ছিল রাতের খেলা। আসন্ন প্লেঅফ একই সময় নির্ধারিত ছিল। বিসিসিআইয়ের ১১ তম কন্ট্রোলার এবং অডিটর জেনারেল বিনোদ রাই খেলাটি শুরু করার ধারণাটিকে অনুমোদন দেন রাত সাড়ে সাতটায়ে। গত বছর এই খেলা শুরু হয়েছিল রাত সাতটায়। 
শিশির খেলার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কাজেই এই সময় এগিয়ে নিয়ে আসা।  অন্যদিকে মূল সম্প্রচারকারী স্টার স্পোর্টস, খেলার পর ব্যাপক অনুষ্ঠানের কথা স্মরণে রেখে প্রাথমিক ভাবে অনুরোধ জানিয়েছেন, খেলা কে এগিয়ে নিয়ে আসার জন্য। দক্ষিণ ভারতে প্লে অফ হাওয়ায় শিশির একটি বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। 
আই পি এল ২০১৯ এর প্লেঅফ শুরু হচ্ছে ৭ই মে থেকে। সম্পুর্ন্ন সময়সূচি(স্থানসহ) হলো :
১) কোয়ালিফায়ার ১- ৭ই মে চেন্নাইতে
২) এলিমিনেটর - ৮ই  মে ভাইজাগ
৩) কোয়ালিফাই 2 - ১০ই  মে ভাইজাগ
৪) ফাইনাল - ১২ই  মে হায়দ্রাবাদ
এই খবরটি সেই ফ্যানদের জন্য কিছু আরাম দেবে যারা এই মৌসুমে স্লো ওভার রেট এর কারনে কষ্ট পেয়েছে। 

No comments:

Post a Comment