Trending

Tuesday, 30 April 2019

শীঘ্রই আসতে চলেছে নোট বদল!

শীঘ্রই আসতে চলেছে নতুন ২০টাকার নোট:

ভারতীয় বাজারে অনেক দিন আগে থেকেই নোট পরিবর্তনের বিষয়টি দেখা গেছে ।কয়েক বছর ধরেই ৫০,১০০,৫০০ এ ধরনের মুদ্রা পরিবর্তন হতে দেখা গেছে। এরপর শীঘ্রই পরিবর্তন হতে চলেছে ২০ টাকার নোট। রিজার্ভ ব্যাঙ্ক থেকে জানানো হয়েছে কিছুদিনের মধ্যেই পুরনো ২০ টাকার নোট পরিবর্তন হয়ে নতুন ২০ টাকার নোট বাজারে আসছে।২০১৬  সালের নভেম্বর মাস  থেকে বাজারে ছাড়া হয়  মহাত্মা গান্ধী সিরিজের নতুন নোট গুলি।  নোট বন্দির পর থেকে এটি সপ্তম নোট হিসেবে বাজারে প্রকাশ করা  হবে।
নোটটি দেখতে অনেকটা সবুজ ও হলুদ রঙের  মিশ্রন যুক্ত ।নোটটি ৬৩ মিলিমিটার চওড়া এবং ১২৯ মিলিমিটার লম্বা। নতুন এই নোট এ দেশের ঐতিহাসিক স্থাপত্যের ছবি থাকতে পারে বলে জানা গেছে। এছাড়া দেশের সাংস্কৃতিক ঐতিহ্য বজায় রাখতে নতুন নোটে ইলোরা গুহারছবি রাখা হবে । এছাড়াও থাকছে আর বি আই এর নতুন গভর্নর শক্তিকান্ত দাস এর সই ।আর থাকবে মহাত্মা গান্ধীর ছবির পাশে অশোক স্তম্ভ এবং স্বচ্ছ ভারত অভিযান এর লোগো।

No comments:

Post a Comment