শাঁখার পৌরাণিক ইতিহাস:
"শাঁখা" হিন্দু বিবাহিত মহিলাদের বিবাহচিহ্ন হলো শাঁখা যা হিন্দু স্ত্রী জাতির ও প্রতিক হিসেবে ধরা হয়। কিন্তু কোথা থেকে আসলো এই শাঁখা পড়ার রেওয়াজ বা এর পিছনে লুকিয়ে থাকা পৌরাণিক ইতিহাস টাই বা কি??
ভারতবর্ষে হিন্দু নারীকুল তাদের স্বামীর মঙ্গল কামনায় শাঁখা পড়েন যা দক্ষিণ ভারতের রীতি হিসেবেই পরিচিত। অধুনা বাংলায় এই রীতি নিয়ে আসেন সেন বংশের রাজা বল্লাল সেন। সেই থেকে বাংলা ও বাঙালির স্ত্রীকূলের সাথে নিবিড়ভাবে জড়িয়ে আছে এই শাঁখা।
No comments:
Post a comment