রবিবার ১৯ মে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব শেষ ৷ বুথ ফেরৎ সমীক্ষায় বিজেপির জয়জয়কার। ষষ্ঠ দফার ভোট মেটার পরই তিনশো আসনের দাবি। নরেন্দ্র মোদির এই দাবির মতোই চমকে দিল বুথ ফেরৎ সমীক্ষার ফল। অধিকাংশ বুথ ফেরত সমীক্ষাতেই স্পষ্ট হয়েছে, ৩০০ কাছাকাছি আসন নিয়ে সরকার গঠন করতে চলেছে বিজেপি।
ভোট পর্ব মিটতেই সোমবার দুপুরে নবান্নে মমতা-চন্দ্রবাবু বৈঠক। এদিন নবান্নে আসছেন চন্দ্রবাবু নায়ডু। ভোটপর্ব মিটতেই বৈঠক করবেন দুই মুখ্যমন্ত্রী। এগজিট পোলকে গুরুত্ব দিতে নারাজ দু'জনেই। ২৩ মে ভোটের ফলের পর কী গেমপ্ল্যান? বিরোধী রাজনৈতিক দলগুলির কী গেমপ্ল্যান? তা নিয়েই বৈঠকে আলোচনা হবে।
No comments:
Post a comment