গতকাল দ্বিতীয় বারের মতো প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন নরেন্দ্র মোদী। সাথে সাথে শপথ নিলেন অন্যান্য মন্ত্রিপরিষদ। গতকাল রাইসিনা হিলসে যেখানে একের পর এক গাড়ি ঢুকতে দেখা যায়। সেখানে দুজন বিজেপির মন্ত্রী ঢোকে সাইকেল নিয়ে।
সাইকেলে চেপে শপথ নিতে গেলেন বিজেপির দুজন মন্ত্রী মানসুখ লালয়া মানদাভিয়ার এবং অর্জুন লাল মেঘওয়াল। মান্দভীয়ার সাইকেল নিয়ে ভ্রমণ নতুন কিছু নয়। গত পাঁচ বছর ধরেই তিনি পার্লামেন্টে সাইকেল চেপেই আসেন। তবে ইটা তার কাছে ফ্যাশন নয় "প্যাশন"। এক কৃষক পরিবারে জন্ম মান্দভীয়ার। ২০০২ সালে মাত্র ২৮ বছর বয়সে বিধায়ক হন তিনি। এই নিয়ে দুবার মন্ত্রী হিসাবে শপথ নিতে এলেন তিনি। প্রথম মোদী সরকারের সড়ক পরিবহনের মন্ত্রী ছিলেন তিনি।
No comments:
Post a Comment