পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারাল 23 জন বন্দি। তাদের মারে পাল্টা জখম হয়েছে 14 জন পুলিশ কর্মী। পুলিশ জঙ্গি সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় পশ্চিম ভেনেজুয়েলার এক সংশোধনাগার।ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার। অভিযোগ বেশ কিছু ভিজিটরকে বন্দি বানায় জেলে থাকা সশস্র আসামিরা। তাদের হাত থেকে বন্দীদের ছাড়িয়ে আনতে গেলেই পুলিশের সঙ্গে খন্ড যুদ্ধ বেধে যায় আসামিদের।
ঘটনাটি ঘটেছে ভেনেজুয়েলার অ্যাকারিগুয়ার একটি সংশোধনাগারে।প্রাথমিক তদন্তে জানা গিয়েছে আসামিদের কাছে আগে থেকেই ছিল বহু অস্ত্র এবং তার সাথে ছিল গ্রেনেড। সেইসব অস্ত্র দিয়ে পুলিশের ওপর আক্রমণ করা হয়। গ্রেনেড বিস্ফোরণ ঘটানো হয়। বাধ্য হয়ে পুলিশকে তখন কড়া ব্যবস্থা নিতে হয়। ভেনেজুয়েলার কারাগার মন্ত্রক থেকে কোন প্রতিক্রিয়া মেলেনি এই ঘটনার। তবে সূত্রের খবর এই জেলগুলি কারামন্ত্রকের অধীনে পড়ে না। তাই আগ বাড়িয়ে কিছু বলা হয়নি তাদের তরফ থেকে।
No comments:
Post a Comment