"মা" এই একটা শব্দ যা সন্তান এর বড়োই আপন তার দুঃখ, সুখের সঙ্গী। আজ নিউক্লিয়ার ফ্যামিলির যুগে সেই মা দের জায়গা হচ্ছে বৃদ্ধাশ্রমে অথবা রাস্তার ফুটপাতে। এরম অনেক দুঃখ জনক উদাহরণ এর মাঝেও আজ মাতৃ দিবসের সকাল দেখলো এক অনন্য নজির দীর্ঘ ৬০ বছরের সন্ধানের পর অবশেষে দেখা হলো মা মেয়ের। এই ঘটনা টি ঘটেছে স্কটল্যান্ড এ।
এলিন যিনি বড়ো হয়েছেন আয়ারল্যান্ড এর এক অনাথাশ্রম এ জন্ম থেকেই তিনি জানতেন না তার জন্মদাত্রী কে। ১৯ বছর বয়স থেকে তিনি সন্ধান শুরু করেন তার মায়ের ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড সহ গোটা ব্রিটিশ যুক্তরাজ্য জুড়ে তিনি খোজ চালান। দীর্ঘ ৬০ বছরের অক্লান্ত পরিশ্রমের পর অবশেষে আয়ারল্যান্ড থেকে ফোন আসলো তার মায়ের সন্ধান পাওয়া গেছে। অবশেষে কাল রাতে দেখা হলো মা মেয়ের, মা এলিজাবেথ বয়স ১০৪ ও মেয়ে এলিন বয়স ৮০। এই মিলনের ফলে দুজনেই আশ্রুজলে ভেসে পড়েন দীর্ঘ ৬০ বছরের না দেখার অবসান ঘটলো আজ।
No comments:
Post a comment