Trending

Wednesday, 29 May 2019

ভোট যুদ্ধে জেতার পর সাত পাকে বাঁধা পড়তে চলেছেন নুসরাত


বেশ কিছুদিন ধরেই উড়ো খবর শোনা যাচ্ছিল। এবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল এ খবরের সত্যতা নিয়ে মুখ খুললেন সদ্য ভোটে বিজয়ী টেলি অভিনেত্রী প্রার্থী নুসরাত জাহান।

এমনকি নিজের মনের মানুষের নামও অকপটে স্বীকার করেছেন তিনি ।খুব তাড়াতাড়ি নিখিল জৈনের সঙ্গে তিনি গাঁটছড়া বাঁধতে চলেছেন।

বিদেশেই নিজেদের বিবাহ পর্ব মেটাতে চলেছেন নুসরাত নিখিল। ১৯ থেকে ২১ শে জুনের মধ্যে ইস্তাম্বুলে বসতে চলেছে তাদের বিবাহ আসর। সোমবার দিন সংসদে নুসরাত এবং মিমি দুজনেই নিজেদের প্রবেশাধিকার কার্ড পান। প্রিয় বান্ধবীর বিয়েতে উড়ে যাবেন মিমিও।
যদিও এর আগে একাধিক পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানোর মতন কথা ভেসে এসেছিল নুসরাতের সঙ্গে। তবে বিয়েটা তিনি নিখিল কেই করছেন এ কথা তিনি স্পষ্ট করে দিয়েছেন। গত বছর পুজোতে নিখিলের একটি শাড়ির বিজ্ঞাপনে গিয়ে দুজনের আলাপ। খুব তাড়াতাড়ি দুজনে কাছাকাছি চলে আসেন, এবং বিয়ের সিদ্ধান্ত নেন।

No comments:

Post a Comment