ফের গেরুয়া ঝড় উঠতে চলেছে উত্তর প্রদেশে এমনটাই ইঙ্গিত দিলো বুথ ফেরত সমীক্ষা গুলি। ২১ তারিখ সন্ধে ৬ টার সময় আনুষ্ঠানিক ভাবে শেষ হয় সপ্তম দফার লোকসভা নির্বাচন। আর ভোট শেষ হতেই একের পর এক বুথ ফেরত সমীক্ষা দিতে শুরু করে দেশের প্রায় সমস্ত জাতীয় ও আঞ্চলিক সংবাদ সংস্থা গুলি। আর এই সব সংবাদমাধ্যম ও সংস্থার করা সমীক্ষা দেখে শঙ্কিত হতেই পারেন অখিলেশ-মায়াবতী-রাহুল।
উত্তর প্রদেশ কে পাখির চোখ করেছিলো প্রত্যেক টি জাতীয় স্তরের রাজনৈতিক দল। দিল্লীর দখলের লড়াই এর প্রধান ফাটক হয়ে উঠেছিল ৮০ আসন বিশিষ্ট উত্তরপ্রদেশ তাই এর প্রতি নজর প্রত্যেক টি দলের। তবে সমীক্ষায় উঠে আসছে অন্য কথা এককভাবেই এখানে সরকার গঠন করতে চলেছে বিজেপি। প্রতি টা সংবাদ মাধ্যমের সমীক্ষা বিচার করলে দেখা যাচ্ছে প্রায় ৫৫-৬০ টি আসন পেতে চলেছে বিজেপি উত্তর প্রদেশে কংগ্রেসের ভাগ্যে ১-২ টি ও বাকি আসন গুলি পেতে পারে সপা-বসপা জোট তাই চিন্তার ভাজ গভীর হচ্ছে অখিলেশ-মায়াবতী দের কপালে।
No comments:
Post a comment