Trending

Wednesday, 22 May 2019

NRC উপেক্ষা করেই আসাম এ পদ্মফুল!!
রাতারাতি আসামের ৪০ লাখ মানুষের উপর নেমে এসেছিলো অনুপ্রবেশকারীর তকমা। দেশ ছাড়ার ফতোয়া জারী করেছিলো বিজেপি সরকার। দেশ হয়েছিলো তোলপাড় বিরোধী জোট একাট্টা হয়ে তীব্র নিন্দা ও বিরুদ্ধাচারণ করেছিলো কেন্দ্রীয় সরকারের। সবার বিশ্বাস ছিলো হয়তো এবার আসামে ভরাডুবি ঘটবে বিজেপির। কিন্তু কোথায় কি এক্সিট পোলে উঠে আসছে ঠিক তার উল্টো টা।ভোট শেষ হওয়ার পরেই বুথ ফেরত সমীক্ষায় উঠে আসছে এমন তথ্য যা ঘুম কাড়তে পারে বিরোধী শিবিড় এর। ১৪ লোকসভা আসন বিশিষ্ট আসাম রাজ্য যেখানে প্রায় ৮-১০ টি পাওয়ার সম্ভাবনা আছে এনডিএ জোটের যেখানে বিজেপি একাই নিতে পারে ৭-৮ টি। অপর দিকে কংগ্রেসের ঝুলিতে জেতে ২ টি আসন ও একটি আসন পেতে পারে। অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট এর ঝুলিতে আসতে পারে ৩-৪ টি আসন। তবে বিজেপি যদি ৮-১০ টা পেয়ে যায় তাহলে উত্তর-পূর্ব ভারত কার্যত পদ্মফুলের দূর্ভেদ্য ঘাটি তে পরিণত হবে।

No comments:

Post a Comment