সপ্তদশ লোকসভা ভোটের সপ্তম ও শেষ দফা শেষ হওয়াদ সাথে সাথে বুথ ফেরত সমীক্ষার ঢল নেমেছে সংবাদ দুনিয়া জুড়ে। বিরোধী দের সমস্ত আশা কে চূর্ণ বিচূর্ণ করে ফের ক্ষমতায় আসতে চলেছে গেরুয়া ঝড় এমন টাই মত বুথ ফেরত সমীক্ষা গুলির প্রত্যেকটা তেই উল্লেখ্যযোগ্য ভাবে এগিয়ে বিজেপি এমন জয়ের কল্পনাও করতে পারে নি বিজেপি নেতৃত্ব।
এনডিএ জোটের অভেদ্য দূর্গ মহারাষ্ট্র এ এবারেও একই ইঙ্গিত। অনেক মনমালিন্য কে দূরে সরিয়ে শেষমেশ জোটে মিলেছে দুই পক্ষ শিবসেনা ও বিজেপি। হিন্দুত্ববাদী তত্ত্ব কে সামনে রেখের এবারোও বাজিমাৎ করতে প্রস্তুত তারা। মোট ৪৮ আসনের মধ্যে এনডিএ জোটের হাতে থাকতে পারে ৪২-৪৫ টি যার মধ্যে বিজেপি পেতে পারে ১৮ টি ও বাকি ২৪-২৭ টি পেতে পারে তাদের জোট শরিক শিবসেনা। ইউপিএ জোট থামতে পারে ৫-৬ টি আসনে যার মধ্যে কংগ্রেস পেতে পারে ১ টি আসন ও বাকি আসন পেতে পারে এনসিপি। এবার দেখা যাক মহারাষ্ট্র এ বুথ ফেরত সমীক্ষা কতোটা মেলে।
No comments:
Post a comment