বিয়েবাড়িকে কেন্দ্র করে ধুন্ধুমার ঝামেলা ও হাতাহাতি এবং শেষ পর্যন্ত মেয়ের বাড়িতে তিন দিন ধরে আটক করে রাখা হলো বরসহ ৪০ জন বরযাত্রী কে। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে আলিপুরদুয়ারের পশ্চিম মাদারিহাট অঞ্চলে।
প্রথম দিকে সবকিছু ঠিকঠাকই ছিলো কিন্তু বিয়ের পর্ব মিটতেই পণের ২০ হাজার টাকা নিয়ে ঝামেলায় জড়ায় বরপক্ষ ও কণেপক্ষ ঝামেলা গড়ায় হাতাহাতি তে নববধু কে মাড়তে উদ্ধত হয় বরের ভাই। তারপরই পাল্টা মারধোর করে কন্যাপক্ষ এবং আটকে রাখা হয় বরযাত্রী সহ বর কে। কন্যাপক্ষ এর তরফ থেকে জানানো হয়েছে যে বিয়ের বাড়ির সমস্ত খরচা ও ভাঙচুরের ক্ষতিপূরণ দিতে হবে পাত্রপক্ষ কে নাহলে তাদের ছাড়া হবে। পুলিশের হস্তক্ষেপে ৩৫ জন বরযাত্রী কে উদ্ধার করা গেলেও এখোনো আটক পাত্র ও পাত্রের বাবা। এঘটনায় পাত্র জনিয়েছেন "আমি এ বিষয়ে কিচ্ছু জানি না, আমি শুধু বিয়ে করতে এসেছি আর এই ঝামেলার দ্রুত সমাধান চাই আমি"।
No comments:
Post a Comment