Trending

Sunday, 19 May 2019

টার্গেট মদন মিত্রের গাড়ি।ছোড়া হল বোমা!!
সকাল থেকে উত্তপ্ত ছিল কাকিনাড়া। ভাটপাড়া বিধানসভা উপ নির্বাচন ঘিরে এলাকায় উত্তেজনা ছড়াচ্ছিল। সারাদেশে যখন লোকসভা নির্বাচনের শেষ পর্ব চলছিল তখন ভাটপাড়া বিধানসভায় চলছিল উপনির্বাচন ‌‌। আর এই  উপ নির্বাচন ঘিরে উত্তপ্ত জনতা বোমা বর্ষণ করতে থাকে। বাদ যায়নি মদন মিত্রের গাড়িও। তার গাড়িকে লক্ষ্য করে বোমা মারা হয়। অল্পের জন্য তিনি প্রাণে বেঁচে গেছেন।

প্রসঙ্গত: কয়েকদিন ধরেই মদন মিত্র জানাচ্ছিলেন তার প্রাণের আশঙ্কা আছে। 24 ঘন্টা আগে তিনি বলেছিলেন তার উপর প্রাণঘাতী হামলা হতে পারে। আজকের ঘটনা তার আশঙ্কা কেই সত্যি প্রমাণিত করল। তৃণমূলের তরফে দাবি করা হয়েছে অর্জুন সিং এর গুন্ডার এই কাজ ঘটিয়েছে। এই কেন্দ্রে অর্জুন সিং এর পুত্র পবন সিং এর সঙ্গে মদন মিত্র লড়াই চলছিল। সে কারণেই আক্রোশ বশত তারা মদন মিত্রের গাড়িতে বোমা ছোড়ে। যদিও বিজেপির তরফ থেকে এখনো এ বিষয়ে কোনো বক্তব্য মন্তব্য করা হয়নি।

No comments:

Post a Comment