স্ত্রী সারাদিন খেলতেন PUBG। যার কারণে স্ত্রী হিসেবে তিনি তার কর্তব্য থেকে বিচ্যুত হতেন। সেই কারণে স্বামী তাকে PUBG খেলতে বাধা দেন।কিন্তু সেটা যে ডিভোর্স পর্যন্ত গড়াবে তা বুঝতে পারেননি স্বামী।
স্বামী স্ত্রীর মধ্যে এই অদ্ভুত ঘটনাটি ঘটেছে আরবে। স্ত্রীর এই ডিভোর্সের মামলার আইনজীবি সংবাদমাধ্যমকে বলেছেন এর আগে এ রকম মামলা কোনোদিন লড়েননি তিনি। তিনি এও জানিয়েছেন যে,"স্বামী তার বিনোদনে হস্তক্ষেপ করেন বলে স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে ডিভোর্সের মামলা দায়ের করেন।"
No comments:
Post a Comment