এবার মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১২ ই ফেব্রুয়ারি এবং শেষ হয়েছিল ২২ শে ফেব্রুয়ারি। হাতে গুনে তিন মাস পর ফল প্রকাশ হতে চলেছে মাধ্যমিকের। প্রত্যেক বছর এর আগেই ফল প্রকাশ হয়ে যায় কিন্তু এবছর নির্বাচনের কারণে দেরি করে ফল প্রকাশ হচ্ছে। এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল১০ লক্ষ ৬৪ হাজার ৯৮০জন। এর মধ্যে ছাত্রের সংখ্যা চার লক্ষ ৩৯ হাজার ২১ ও ছাত্রীর সংখ্যা ৫ লক্ষ ৩৫ হাজার ৫৩৭ জন।
পরীক্ষার রেজাল্ট জানা যাবে যে ওয়েবসাইটগুলিতে :
www.wbbse.orgwww.exametc.com
www.indiaresult.com
www.results.shiksha
www.schools9.com
www.vidyavision.com
www.jagaranjosh.com
www.newsnation.com
Poltu malik
ReplyDelete