রবিবার 19 শে মে সপ্তদশ লোকসভা নির্বাচনের অন্তিম পর্ব চলছিল।সকাল থেকেই বুথে বুথে ভোটারদের লম্বা লাইন। নিজের প্রার্থীকে জেতানোর জন্য দলীয় সমর্থকদের বচসা, শৃঙ্খলা রক্ষার্থে কেন্দ্রীয় বাহিনীর চোখ রাঙানি সমস্ত কিছু নিজস্ব নিয়মে চলছিল। এদিকে দুপুর গড়িয়ে বিকেল হয়ে আসলেও মুখ্যমন্ত্রী কে ভোট দিতে আসতে দেখা যায়নি। সবার মনেই একটা উৎকণ্ঠা কখন আসবেন তিনি? অবশেষে বিকেল 3 টা 30 এ দক্ষিণ কলকাতার মেট্রো ইন্সটিটিউশনে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও সকালেই নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বুথে পৌছেই নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে দৃঢ় পদে এগিয়ে যান তিনি। মিনিট কয়েকের মধ্যেই ভোট দিয়ে ফিরেও আসেন। যথারীতি তাকে ঘিরে ধরে সাংবাদিকদের ক্যামেরা এবং অসংখ্য সাধারণ মানুষ। সকলের উদ্দেশে তিনি একটাই কথা বলেন যে এর আগেও তিনি অনেক ভোট দেখেছেন এবং দিয়েছেন কিন্তু বিজেপি এবারে যে অত্যাচার চালালো তেমনটা তিনি আগে কোনদিন দেখেননি । ভোটের ভবিষ্যৎ বা অন্য কোন বিষয়ে এদিন তিনি কথা বলতে চাননি। যদিও তাকে দেখা মাত্রই আশেপাশের জনতা আবেগে আপ্লুত হয়ে পড়ে।কিন্তু বুথে বেশি সময় নষ্ট না করে তিনি বেরিয়ে যান নিজের বাড়ির উদ্দেশ্যে।
No comments:
Post a comment