হ্যাঁ ঠিকই শুনেছেন মেসি, রোনাল্ডো, নেইমার ও এমবাপের পর নতুন "গোল্ডেন বয়" এর তকমা হয়তো পেয়ে গেছে আরেক নতুন যুব তারকা ফুটবলার। সেই যুব প্রতিভাবান ফুটবলারটির নাম হলো জোয়াও ফেলিক্স। ১৯ বছর বয়সী জোয়াও বর্তমানে পর্তুগালের ক্লাব বেনফিকার হয়ে খেলছেন।
এই মরসুমেই বেনফিকার সিনিয়র দলের হয় প্রথম মাঠে নামেন তিনি। জোয়াও-র পছন্দের পজিসন হলো লেফ্ট উইং। এই পজিসনে খেলে তিনি এই মরসুমে ৪৩ ম্যাচ খেলে ২০টি গোল করেন ও ৮ টি গোল করান। ২০১৮-১৯ মরসুমে জোয়াও বেনফিকার হয়ে পর্তুগিজ প্রিমিয়ার লীগ যেনতেন।
বর্তমানে নতুন মরসুম শুরুর আগেই ইউরোপের বড়ো বড়ো দলগুলি তাদের টিমের আক্রমণ শক্তিশালী করার জন্য জোয়াও কে কেনার জন্য উঠে পরে লেগেছেন। বড়ো দলগুলির মধ্যে আছেন বার্সেলোনা, ম্যান সিটি, ম্যান ইউ, বায়ার্ন মিউনিক আরো অনেক ক্লাব। সব শেষে ম্যান সিটি ও ম্যান ইউ এরা দুদল তাদের ১০০ মিলিয়ন ইউরো দিয়ে জোয়াও কে কেনার প্রস্তাব দিয়েছেন বেনফিকার কাছে। এখন দেখার কোন দোলে যায় জোয়াও।
No comments:
Post a comment