হ্যা ঠিকই শুনেছেন, মোবাইল ফোনের কারণেই কমছে না আপনার গাল ভর্তি ব্রণ। আশ্চর্য হবার কোনো কারণ নেই। গবেষকরা বলছেন , পাবলিক টয়লেটের সিটের চেয়ে আপনার ফোনের স্ক্রিনগার্ডে বেশি জীবাণু আছে। টয়লেটে তো নিয়মিত জীবাণুনাশের ব্যবস্থা থাকে। আপনার ফোনে কি আছে সেই ব্যবস্থা ?
আসলে ফোন নিয়ে আমরা সর্বত্র যাই। ট্যাক্সির সিটে, রেস্তোরার টেবিলে, অফিসের টেবিলে যেখানে-সেখানে ফোন রাখা হয়। কোনো কাজ করার অবস্থায় , ফোন বাজলেই তা ধরার অভ্যাস প্রায় অনেকেরই আছে। এই এত জায়গার ধুলোবালি, টেলকাস্ট মাখা স্ক্রিনগার্ড সহ মোবাইল যখন কথা বলার জন্য কানে ধরছেন, তখন গালে সেই ধুলোবালি লাগছে। এবং গাল না ধোয়া পর্যন্ত সেটা গালেই থাকছে। এর ফলে ত্বকের ছিদ্র বন্ধ হয়ে ব্রনোর উৎপন্ন হওয়াটা কি অস্বাভাবিক ?
এই পরিস্থিতি থেকে বাঁচার কিছু উপায় আছে। যেমন :
১) নিয়মিত ফোন পরিষ্কার রাখবেন। অন্তত দিনে ২ বার ফোন পরিষ্কার করবেন।
২) প্রত্যেক বছর স্ক্রিনগার্ড বদলান।
৩) নিয়মিত ভালো ফ্রেশওয়াস দিয়ে মুখ পরিস্কার রাখুন।
৪) যাদের সমস্যা খুব বেশি। তারা হ্যান্ডসেট বাদ দিয়ে বুলেটুত ডিভাইসে ব্যবহার করুন।
উপরের কোনটি মানা সম্ভব না হলে , কথা বলার সময় ফোনটি গাল থেকে দূরে রাখুন।
No comments:
Post a comment