Trending

Friday, 3 May 2019

"ফণী" নাম টা এলো কোথা থেকে?
"ফণী" বর্তমানে বহু চর্চিত এই নামটি যার প্রভাবে পূর্ব ভারত ক্ষতিগ্রস্ত। ফণী নামের এতোই মাহাত্ম্য যে আজ দীঘা স্টেট জেনারেল হাসপাতালে এক শিশুকন্যা জন্মায় তার নাম ও রাখা হয় "ফণী"। তবে এই নামের প্রকৃত অর্থ হলো নাগ বা সাপ। আগের বছর এই অঞ্চলে বয়ে গেছিলো ঘূর্ণিঝড় "তিতলি" যার অর্থ ছিলো প্রজাপতি যদিও নামটি ব্যাঙ্গাত্মক ভাবে রাখা হয়েছেল এবং নামের প্রতি সুবিচার করে তিতলিও এমন ভীত সন্ত্রস্ত করতে পারে নি পূর্ব ভারত বাসী কে। এবার প্রশ্ন জাগতেই পারে এইসব নাম আসে কোথা থেকে? বা এইসব নাম রাখেই বা কারা? আসুন জেনে নি।

ঝড়ের নাম রাখা প্রথম শুরু হয় উত্তর আটলান্টিক মহাসাগরের দেশগুলিতে। বর্তমানে উত্তর ভারত মহাসাগরীয় ৮ টি দেশ ওমান, পাকিস্তান, ভারত, শ্রীলংকা, মালদ্বীপ, বাংলাদেশ, মায়ানমার ও থাইল্যান্ড এইসব সাইক্লোন গুলির নাম রাখে। পালা করে বিভিন্ন দেশ তাদের প্রস্তাবিত নাম সংগঠনে  পাঠান এবং তা গৃহীত হলে সাইক্লোনের নাম রাখা হয়। "ফণী" নাম টি রেখেছে বাংলাদেশ যার অর্থ "সাপ"। বিগত কিছু ঘূর্ণিঝড় এর নামদাতা দেশ গুলি ছিল :- "তিতলি" - পাকিস্তান, "হুদহুদ" - ওমান, "ফাইলিন" - থাইল্যান্ড, "লায়লা" - পাকিস্তান, "আয়লা" - মালদ্বীপ।

No comments:

Post a Comment