Trending

Monday, 27 May 2019

এবার নাগা সন্ন্যাসীর ভূমিকায় সাইফ!!'লাল কাপ্তান' ছবিতে অভিনেতা সইফ আলি খান অভিনয় করছেন এক নাগা সন্ন্যাসীর ভূমিকায়। সম্প্রতি তার নাগা লুকসের একটি ছবি সামনে এসেছে। আগামী ৬ সেপ্টেম্বরে 'লাল কাপ্তান' মুক্তি পাওয়ার কথা। মুক্তি পেয়েছে ছবির ফার্স্ট পোস্টার। সেখানেও সইফকে দেখা গিয়েছে একজন নাগা সন্ন্যাসীর রূপে। এরোস ইন্টারন্যাশনাল ছবিটি প্রযোজনার দায়িত্বে রয়েছে। সংস্থায় কর্মরত ছবির সঙ্গে যুক্ত সুনীল লুল্লার কথায়, "সইফের অভিনয় প্রতিভা ঈশ্বর প্রদত্ত। এই ছবিতে উনি যা অভিনয় করেছেন তা আগে দর্শকরা যে দেখেননি তা হলফ করে বলতে পারি।" 'লাল কাপ্তান'-এর পরিচালনার দায়িত্বে রয়েছেন নভদীপ সিং। 

এর আগে নভদীপের পরিচালনায় পর্দায় সাফল্য লাভ করেছিল অনুষ্কা শর্মা অভিনীত 'এন এইচ টেন'। আগে ছবির নাম ঠিক হয়েছিল 'হান্টার', পরে তা পরিবর্তন করে লাল কাপ্তান করা হয়। নভদীপ জানিয়েছেন, 'লাল কাপ্তান' তার নিজের ভাষায় নিজের মতো করে দর্শকদের গল্প বলবে। এই ছবির বেশ খানিকটা অংশ রাজস্থানে শ্যুট করা হয়েছে। এর আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল সইফের নাগা লুক। তাতে দেখা দিয়েছিল বিতর্ক। বলা হয়েছিল 'পাইরেটস অফ ক্যারিবিয়ান'-এ জনি ডিপ অভিনীত জ্যাক স্প্যারোর চরিত্র অনুকরণে নাকি তৈরি হয়েছে সইফ আলি খানের চরিত্রটি। বিতর্ক বন্ধ করতে মুখ খুলেছিলেন স্বয়ং নবাব। বলেছিলেন, "আমার নেফিউ ও ছেলে ইব্রাহিম এই ছবি ভাইরাল হওয়ার আগেই দেখেছিল। ছবিটি দেখে ওরাও আশ্চর্য হয়ে বলেছিল, "একি এতো জ্যাক স্প্যারো! আমি যখন শ্যুটিং করছিলাম তখন আমি কিন্তু একবারও ভাবিনি জনি ডিপের কথা। কারণ ভাবলে আমি আমার মতো করে অভিনয় করতে পারতাম না। আসলে ছবিটা দেখলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন।"

No comments:

Post a Comment