Trending

Wednesday, 1 May 2019

বিশ্বের সবচেয়ে ছোট কম্পিউটার, দাম মাত্র 7 টাকা


আইবিএম তার বার্ষিক সম্মেলনে পৃথিবীর ক্ষুদ্রতম কম্পিউটার উন্মোচন করেছেন। আইবিএম এর মতে কম্পিউটারের উৎপাদন খরচ সাত টাকারও কম এবং এতে 1 মিলিয়ন ট্রানজিস্টার রয়েছে।

2018 সালে আইবিএম নেভাডার লাস ভেগাসে এক সম্মেলনে  উপস্থাপন করে  এই মিনি কম্পিউটারের। এর আয়তন 1 বর্গ মিলিমিটার।আয়তনে ক্ষুদ্র হলেও আইবিএম ডেক্সটপের X86 এর মত একই প্রসেসিং পাওয়ার রয়েছে এতে। ।

কম্পিউটারটিকে মাইক্রোস্কোপিক "ক্রিপ্টো অ্যাঙ্কর" প্রোগ্রাম এর দ্বারা বানানো হয়েছে।এটি একটি অ্যান্টি ফ্রড ডিভাইস রূপে ব্যবহার করা হবে। এই ডিভাইসে একটি চিপ আছে যার মধ্যে প্রসেসর, মেমোরি, স্টোরেজ সমেত পুরো কম্পিউটার সিস্টেম আছে।

No comments:

Post a Comment