Trending

Sunday, 19 May 2019

লালুর বাড়িতে আত্মঘাতী জাওয়ন!!
এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের বাড়িতে। লালুর বাড়িতে প্রায় সর্বক্ষণ এ নিরাপত্তারক্ষী মোতায়েন থাকে তার মধ্যে ভোট চলাকালীন বাড়ানো হয়েছিল নিরাপত্তারক্ষীর সংখ্যা। তাদের মধ্যেই একজন গতকাল রাতে নিজের সার্ভিস বন্দুক দিয়ে আত্মঘাতী হয়।

জানা গেছে আত্মঘাতী জাওয়ানের নাম গিরিয়াপ্পা কিরাসুর বাড়ি কর্ণাটক এর বাগালকোট জেলায়। প্রাক্তন এই মুখ্যমন্ত্রীর বাড়িতে নিরাপত্তায় থাকাকালীন তার সার্ভিস বন্ধু এক্স-৯৫ দিয়ে নিজেই আত্মঘাতী হন। এই ঘটনার পর প্রশাসন নড়েচড়ে বসেছে বাড়ানো হয়েছে লালুর বাড়িতে নিরাপত্তা রক্ষীর সংখ্যা।

No comments:

Post a Comment