স্কুল ছুটি নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য শিক্ষা দপ্তর। শেষে গরমের ছুটির মেয়াদ কমাতে চলেছে রাজ্য সরকার। আগামী ৪ ই জুন রাজ্যের সকল সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল গুলি খুলে যাবে। এই বিষয়ে মঙ্গলবার একটি বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য শিক্ষা দপ্তর, মে মাসের প্রথম দিকে অত্যাধিক গরম ও প্রাকৃতিক দুর্যোগের জন্য টানা দুইমাস স্কুল ছুটির সিদ্ধান্ত নিয়েছিল স্কুল দপ্তর।
গত বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ৩০ শে জুন পর্যন্ত স্কুলগুলি বন্ধ থাকার কথা ছিল, কিন্তু রাজ্যে বিভিন্ন প্রান্তে এতদিন স্কুল ছুটি নিয়ে বিক্ষোভ দানা বেঁধেছে। অনেক জায়গায় ছাত্রছাত্রীরা স্কুল খোলার দাবিতে বিক্ষোভ আন্দোলনে করেছিল ,তাদের যোগ্য সহযোগিতা করছে অভিভাবকরা।
অনেক জায়গায় পথ অবরোধ করে বিক্ষোভ করতে দেখা গিয়েছিল ছাত্র ছাত্রীদের। তবে রাজ্য শিক্ষা দপ্তরের এই সিদ্ধান্ত কিছুটা হলেও তাদের হারানো গৌরব ফিরে পাবে বলে মনে করছেন। অনেকে আবার কটাক্ষ করছে ছাত্র-ছাত্রীদের চাপের মুখে এই সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা দপ্তর।
No comments:
Post a Comment