বিমান যখন মাঝ আকাশে, তখন সতর্কবার্তা এল। স্পষ্ট করে কিছু বলা হয়নি। 'বোমা রাখা আছে বিমানে '। এরকমই ইঙ্গিত ছিল। তবে ঝুঁকি নিতে চায়নি বিমান কর্তৃপক্ষরা। সন্ধ্যে সাড়ে ছটায় সেই বিমান বাগডোগরা থেকে কলকাতায় এসে নামে, তখন সেখানে যুদ্ধকালীন তৎপরতা। বিমান নামানোর পর বিমানের মধ্যে থাকা ১৭৯ জন যাত্রীকে তল্লাশি করা হয়। অবশ্য তাতে কিছু পাওয়া যায়নি। ঘটনার সূত্রপাত রবিবার বিকেল সাড়ে পাঁচটায়। নিদৃষ্ট সময় মেনেই এয়ার এশিয়ার বিমানটি বাগডোগরা ছেড়ে কলকাতার দিকে রওনা হয়। মিনিট দশেক পর এই এয়ার এশিয়ার দপ্তর থেকে বেঙ্গালুরুতে সতর্ক ফোন আসে। বাগডোগরা বিমানবন্দর এর ডিরেক্টর জানান যে ফোন করেছিল সে হিন্দিতে কথা বলেন, 'কুচ্ছ হ্যাঁ ইস ফ্লাইটমে।
যিনি ফোন করেছিলেন তিনি নির্দিষ্ট ফ্লাইট নাম্বার জানেননা। এয়ার এশিয়ার ডিরেক্টর ব্যাঙ্গালোর থেকে খবর দেন বাগডোগরায়। ততক্ষণে বিমান মাঝ আকাশে। এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে সতর্ক করা হয় কলকাতা বিমানবন্দরের এটিসিকে। জানানো হয় বিমানের পাইলট কেও।অবশ্য যাত্রীদের কিছু না বলে বিমান নিয়ে আসা হয় কলকাতায়। যে নম্বর থেকে ফোন করা হয়েছিল ইতিমধ্যে সেই নম্বর বেঙ্গালুরু পুলিশকে জানানো হয়েছে।
No comments:
Post a Comment