বাবা রাজমিস্ত্রির কাজ করতেন এখন তিনি অসুস্থ। মা সেলাই বুনে যা আয় হয় তা দিয়ে সংসার খরচ চলে না। তার পাশাপাশি আছে ছোট ভাই। আর্থিক অনটনের জন্য সংসারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিল সপ্তম শ্রেণীর ছাত্র।পড়াশোনা পাশাপাশি আইসক্রিম বিক্রি করে সংসার চালাচ্ছে বীরভূমের বাসিন্দা আরিকুল শেখ।
সংসারের এই বেহাল অবস্থার জন্যই তাকে এই কাজে নামতে হয়েছে। বীরভূম জেলার জয়দেব পঞ্চায়েতের ছোটচক বর্ণপরিচয় গ্রামের বাসিন্দা অরিকুল। এই গ্রামের জুনুকূল বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। স্কুল থেকে দু মাস গরমের ছুটি পেয়েছে আর এই ছুটির দিনগুলিতে বাবার চিকিৎসার জন্য আইসক্রিম বিক্রি করতে সকাল বেলা বীরভূম থেকে বেরিয়ে পড়ে ছোট্ট আরিকুল।প্রতিদিন ৬০ থেকে ৭০ কিলোমিটার পথ সাইকেল চালিয়ে পশ্চিম মেদিনীপুর, ফরিদপুর ,দুর্গাপুর বিভিন্ন এলাকায় আইসক্রিম বিক্রি করে। সারাদিন আইসক্রিম বিক্রি করে ১৫০ থেকে ২০০ টাকা রোজগার করে। বাড়ি ফিরে এসে আবার পড়তে বসে।
No comments:
Post a comment