চাঞ্চল্যকর ঘটনা ঘটলো পূর্ব মেদিনীপুর এর কাথি লোকসভার একটি কেন্দ্রে। এদিন দুপুর ২ টো নাগাদ চাঞ্চল্যকর ঘটনা টি ঘটেছে। সভাবতই প্রশ্ন উঠছে প্রিসাইডিং অফিসার ও ভোট কর্মীদের এইরকম কাজের জন্য।
৩৮ ডিগ্রি তাপমাত্রায় গ্রাম বাসী রা ভোট দিতে এসেছেন কিন্ত ভোট গ্রহণ কেন্দ্র বন্ধ কারণ লাঞ্চ ব্রেকে গেছেন অফিসার ও সহ কর্মীর। এর আগেও এরম অভিযোগ উঠেছিল উল্লেখ্য বাকুড়া তে অভিযোগ আসে ইভিএম বিভ্রাটের সেখানে বোতাম টিপলেই ভোট পড়ছে বিজেপি তে। এইধরনের ঘটনায় নির্বাচন কমিশন কিরকম পদক্ষেপ গ্রহণ করেন সেটাই দেখার এখন।
No comments:
Post a comment