১লা মে বিশ্বের প্রায় ৮০ টি দেশে জাতীয় ছুটি এই দিনে। মে দিবস বা শ্রমিক দিবস হিসেবে পরিচিত এই দিন যার পিছনে আছে এক রক্তাক্ত ইতিহাস। আসুন জেনে নি সেই ইতিহাস,
১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে জমায়েত হয়েছিল হাজারো খেটে খাওয়া শ্রমিক তাদের দাবী ছিল দিনে ৮ ঘন্টার বেশি খাটানো যাবে না তাদের এছাড়াও বাসস্থান সম্পর্কেও তাদের অভিযোগ ছিল। হে মার্কেটের এই জমায়েতে পুলিশ দের সাথে আন্দোলনকারী দের বিতর্ক বাধে এবং জমায়েতের মধ্যে একজন বোমা ছোড়েন পুলিশ দের উদ্দেশ্যে জবাবে পালটা গুলি চালায় পুলিশ যাতে মৃত্যু হয় ১২ জনের।
মে দিবসের এই রক্তাক্ত ঘটনার প্রভাব বিশ্বজুড়ে ছড়িয়ে পরে। এরপর অনেক আলোচনার পর ১৯০৯ সালে আমস্টারডাম এ একটি সভায় সিদ্ধান্ত নেওয়া হয় বিশ্বের সকল দেশে বাধ্যতামূলকভাবে শ্রমিক সংগঠন গুলিকে মে দিবস পালন করতে হবে ও মে মাসের ১ তারিখ কাজ বন্ধ রাখতে হবে। ভারতের প্রথম মে দিবস পালন করা হয় ১৯২৩ সালে।
No comments:
Post a comment