'স্বার্থপর' ও 'আড়াই পা গেলেই ভুলে যায়' এইসব প্রবাদ প্রচলিত বিড়ালের ক্ষেত্রে। এইসব ধারণা ভেঙে দিলে কানাডার এক পরিবারের পোষ্য বিড়াল। কুকুরের মত বিড়াল ও মানুষকে রক্ষা করতে পারে সেটা প্রমাণ করে দিল এই বিড়াল। গৃহকর্মীর হাতে কামড় দিয়ে পুরো পরিবারকে আগুন থেকে রক্ষা করল বিড়াল।
রাতে আগুন লেগে যায় এবং সবাই গভীর নিদ্রায় মগ্ন।এই বিপদজনক পরিস্থিতিতে পালিয়ে যায়নি পোষ্য বিড়ালটি। চিৎকারে কারোর ঘুম ভাঙছে না দেখে বিড়ালটি গৃহকর্মীর হাতে কামড় দেয়। যন্ত্রণায় ঘুম থেকে উঠে বুঝতে পারেন কোন বিপদ ঘটেছে। বাড়িতে আগুন লেগেছে বুঝতে পেরে বাড়ির অন্যান্য সকলকে বাইরে ডেকে আনেন। কানাডার গ্র্যান্ড প্রেইরি কাউন্টির দমকল বিভাগের প্রধান সংবাদমাধ্যমকে এই কথা জানিয়েছেন। বুধবার দমকল বিভাগের কাছে ফোন আসার পর এলবার্টার আর বাড়িতে পৌঁছে দেখা যায় পরিবারের সকলেই নিরাপদ রয়েছেন। গ্র্যান্ড বলেছেন, দমকলকর্মীরা বাড়ি থেকে আর একটি বিড়াল কে বের করে আনেন এবং আগুন নিভিয়ে ফেলেন। পোষা কুকুর পরিবারকে বিপদের হাত থেকে রক্ষা করার ঘটনা আমরা অনেকেই শুনেছি , কিন্তু বিড়াল এই ভূমিকা নিতে পারে এমন ঘটনা আগে কোনদিন শোনেনি কানাডা।
No comments:
Post a comment