গত রবিবার অস্বাভাবিক মৃত্যু হল এক গৃহবধূর। মৃত্যের নাম জাসমিনা বিবি। বয়স ২১ বছর। মথুরাপুরের তেঁতুলবেরিয়া গ্রামের বাসিন্দা। জাসমিনাকে মারধর করে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয় , এমন অভিযোগ করেন তার বাবা। পুলিশ জানিয়েছে, স্বামী, শশুর, শাশুড়ি সহ আরো পাঁচ জনের বিরুদ্ধে মামলা জারি হয়েছে। তারা এবিষয় তদন্ত করছে।
এঘটনার পরিপ্রেক্ষিতে এস ইউ সি দলের দাবি যে, জাসমিনা তাদের দলের সমর্থক। তার শ্বশুরবাড়ির লোক তৃণমূলের সমর্থক। বাপের বাড়ি যেতে চেয়েছিলেন, এস ইউ সি-কে ভোট দিতে তার অপরাধেই তাকে মেরে ফেলা হয়েছে।
No comments:
Post a Comment