একটা সময় ছিল যখন পরপর জুটি বেঁধে কাজ করেছেন ওরা দুজনে। অনেকেই ভাবতে শুরু করেছিল যে অমিতাভ বচ্চন এবং জয়া ভাদুড়ীর মতন আরও একবার বাংলার মেয়ে বধূ হতে চলেছে বচ্চন পরিবারে। এই নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়েছিল। কিন্তু বাস্তবে তা হয়নি। সেই সময় অবশ্য অভিষেক বচ্চন এবং রানী মুখার্জি গভীর বন্ধুত্বের সম্পর্ক নিয়ে বেশ কিছুটা ক্ষিপ্ত হয়েছিলেন ঐশ্বর্য রাই। অবশ্যই এ সমস্ত ঘটনায় অভিষেক-ঐশ্বর্য বিয়ের আগের ।
আবার 14 বছর পর এই জুটি ফিরতে চলেছেন পর্দায়। শোনা যাচ্ছে যে বান্টি অর বাবলি ছবির সিক্যুয়েল তৈরি হবে ।সেই কারণে কাস্টিং করার কথা রয়েছে অভিষেক বচ্চন এবং রানী মুখার্জিকে। প্রোডাকশন হাউজ তরফ থেকে এ কথা জানা গেছে। অনেক দিনের পুরনো বন্ধুত্তের নতুন রসায়ন তৈরি হবে কিনা সেটা তো সময়ই বলে দেবে।জুন মাসের প্রথম দিকে ছবি সেট তৈরির কাজ শুরু হবে এবং জুন মাসের মাঝামাঝি সময় থেকে শুটিংয়ের নেমে পড়বেন অভিষেক রাণী জুটি।
No comments:
Post a Comment