Trending

Monday, 6 May 2019

বায়োপিকে মাধুরী!
হিন্দী সিনামাতে নতুন সেনশেসন হল বায়োপিক একের পর এক বায়োপিক রিলিজ হচ্ছে এবং দর্শক মহলে তা বেশ জায়গা করেও নিচ্ছে। বায়োপিকের মাধ্যমে উঠে আসছে বিভিন্ন সেলেব্রিটি থেকে ক্রীড়াবিদ, ও মনিষী দের ব্যক্তিগত জীবন সম্পর্কিত অজানা সব তথ্য। কোনো কোনো ক্ষেত্রে বিতর্ক ও তৈরি হচ্ছে খুব। সব কিছু ঠিকঠাক থাকলে এবার মাধুরী দীক্ষিত এর বায়োপিক দেখতে পাবে দর্শকরা।

মাধুরী দীক্ষিতের বায়োপিক নিয়ে আলোচনা চলছে সেলুলয়েড মহলে। মাধুরী দীক্ষিতের ও আপত্তি নেই এতে। তার জীবনের উত্থান পতন থেকে শুরু করে ব্যক্তিগত অনেক অজানা কথা ফুটে উঠবে এই সিনেমার মধ্য দিয়ে। মাধুরী দীক্ষিতের ভূমিকায় সিলভার স্ক্রীণ মাতাবেন আলিয়া। সব কিছু ঠিক থাকলে এর মধ্যেই সিনেমা তৈরির কাজ শুরু হবে। বলিউডের গ্লামার কুইনের এই বায়োপিক ঘিরে উন্মাদনা তুঙ্গে তার ফ্যান্স দের মধ্যে।

No comments:

Post a Comment