বড়ো দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলো বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান। পাইলটের দক্ষতা ও তৎপরতায় অল্পের জন্য এড়ানো গেলো বড়ো দুর্ঘটনা। ঘটনা টি ঘটেছে মায়ানমারের ইয়াঙ্গুন প্রদেশে। প্লেন টি অবতরণ করার সময় ত্রুটি দেখতে পান পাইলট তার তৎপরতা তেই প্রাণ বাচলো কয়েকশো যাত্রীর। যদিও গুরুতর যখম হয়েছেন পাইলট।
মায়ানমার সংবাদসংস্থা সূত্রে খবর যাত্রীরা সকলে সুস্থ আছেন শুধু কিছু জন কে হাসপাতাল এ ভর্তি করা হয়েছে। পাইলট সহ কিছু যাত্রী যারা গুরুতর আহত হন তাদের স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা চিকিৎসা বিষয়ের নজরদারি করেন ইয়াঙ্গুনের মুখ্যমন্ত্রী। এছাড়াও বাংলাদেশ দূতাবাসের সাথেও যোগাযগ রাখা হচ্ছে সব সময়ে।
No comments:
Post a Comment