Trending

Tuesday, 7 May 2019

গত বারের মতো এবার বার্সার ইতিহাসটা কি পাল্টাবে:


মঙ্গলবার লিভারপুলের সাথে বার্সার চ্যাম্পিয়ন্স লীগের দ্বিতীয় লেগের ম্যাচ খেলতে এনফিল্ডে যাওয়ার আগে  বার্সা কোচ ভালভার্দে তার খেলোয়াড়দের পা মাটিতে রাখতেই বলেছেন। প্রথম লিগে ৩-০ গোলে জিতে থেকেও এই কোথায় বলেছেন বলে কাটালান সংবাদমাধ্যম জানায়।


এই ম্যাচকে সামনে রেখে এক সংবাদ সম্মেলনে ভালভার্দে বলেছেন, ‘লিভারপুল এমন একটি দল যারা যেকোন প্রতিপক্ষকে যেকোন সময় কঠিন পরীক্ষায় ফেলতে পারে। গত বছরও কোয়ার্টার ফাইনালে আমরা তিন গোলের সুবিধায় থাকার পরেও বিদায় নিয়েছিলাম।’ তাতে ভালভার্দে জানান, রোমার কাছে ওই পরাজয়টি গোটা টিমের একটা তিক্ত অভিজ্ঞতা ছিল। কিন্তু অতীতকে ভুলে বার্সা এখন তাদের নিজের স্বাভাবিক ফর্মে ফিরেছেন।লিভারপুলও তাদের ট্রফির খোঁড়া কাটানোর জন্য তৈরি হয়ে আছেন। কিন্তু তাদের প্রধান স্ট্রাইকার মোহাম্মদ সালাহর মাথায় চোট পাওয়ার জন্য এই ম্যাচ থেকে ব্যাড হয়ে পরে চেন, বলেছেন লিভারপুল কোচ ক্লোপ। এখন দেখার খেলার ফলাফল কি হয়। 

No comments:

Post a Comment