ব্যারাকপুর ভাটপাড়া এলাকার বিজেপি প্রার্থী অর্জুন সিং। তার প্রাণহানির আশঙ্কা করছেন দলের সাধারণ সম্পাদক কৈলাস বযয়বর্গীয়। দলের প্রার্থী অর্জুনকে নিয়ে কৈলাসের দাবি ,"এনকোন্টাররে মারার চেষ্টা হতে পারে অর্জুন সিং-কে। কাজেই বিপদের মুখে আছে অর্জুন সিং। কৈলাস আরো জানান যে , রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানকার পুলিশ কমিশনার সুনীল চৌধুরীকে নির্দেশ দিয়েছেন।
সপ্তমদফা ভোট গ্রহণের আগের রাত থেকেই উত্তপ্ত ভাটপাড়া সহ সমগ্র ব্যারাকপুর। সেখানকার উপনির্বাচন নিয়ে ঘন ঘন বিবাদ বেঁধেছে দু'দলের। ভোটার দিন তৃণমূল প্রার্থী মদন মিত্র এলাকায় ঢোকা মাত্র শুরু হয় বোমাবাজি। তার পর থেকে সংঘর্ষ আর থামেনি।
সংঘর্ষের ডে নিয়েও দু'দলে চলছে চাপানউতোর। অশান্তির কারণে অনির্দিষ্টকালের জন্য চোখে ১৪৪ ধারা। এর পরেও বিপদের আশঙ্কা কমেনি ভাটপাড়াতে। তৃণমূলের দাবি , অশান্তির মুলে অর্জুন সিং। অপরদিকে বিজেপি আঙুল তুলছে রাজ্যের শাসকদলের উপর।
No comments:
Post a Comment