Trending

Wednesday, 1 May 2019

বলিউডের বাজিরাও এবার সাংবাদিক সাজেবলিউডের বাজিরাও রণবীর সিং তিনি বরাবরই বিজ্ঞাপন সংস্থাগুলির কাছে হটকেক ভারতীয় উপমহাদেশে তার জনপ্রিয়তা বিগত কিছু বছরে বেড়েছে কয়েক গুন। দেশের গণ্ডি ছাড়য়ে বিদেশেও সমান জনপ্রিয় এই ভারত সুপারস্টার।

বর্তমানে রণবীর আছেন দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে সেখানে এক বহুজাতিক সংস্থার বিজ্ঞাপনের শুটিং এ ব্যস্ত তিনি। এবং সেই খানেই দেখা গেলো রণবীর কে নতুন সাজে, ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট এর ভূমিকায় দেখা গেলো তাকে। এই কমার্শিয়াল টি সিলভার স্ক্রীনে আসলে তা যে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠবে তা বলাই যায়। সুতরাং নতুন লুকে তাকে দেখার আগ্রহ বাড়ছে তার ফ্যানস দের মধ্যে।

No comments:

Post a Comment