গতকাল, বনগার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের গাড়িতে জগুলিয়ার কাছে একটি দুর্ঘটনা ঘটে। তিনি আহত হন, ওই গাড়িতে আরো কয়েকজন ছিলেন তার আহত হয়েছেন। বনগাঁও মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাদের। শান্তনু বাবুর মাথা ফেটে গেছে। শিগ্রই কলকাতার হাসপাতালে স্থানান্তরের চেষ্টা করা হচ্ছে।
তিনি দলীয় প্রচারে নেতৃত্ব দিতে কল্যাণী যাচ্ছিলেন।পথে একটা পুলিশের স্টিকার সাটা স্করপিও গাড়ির সাথে সামনাসামনি ধাক্কা লাগে শান্তনুর গাড়ির। গাইঘাটা থানার অন্তর্গত হাসপুরে ঘটনাটি ঘটে।
বনগাঁ লোকসভা কেন্দ্রে শান্তনু ঠাকুরের সঙ্গে লড়াই চলছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা তাঁরই জ্যেঠিমা মমতাবালা ঠাকুরের। এই দুর্ঘটনায় চক্রান্তের গন্ধ পাচ্ছে রাজ্য বিজেপি। বিজেপি রাজ্য সভাপতি জয়প্রকাশ মজুমদাররের অভিযোগ"শান্তনু ঠাকুর কে খুনের উদ্দেশ্যে এই দুর্ঘটনা ঘটানো হতে পারে।"
No comments:
Post a Comment