অমিত শাহ এর র্যালি কে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি বিদ্যাসাগর কলেজে। এদিন বিজেপি সভাপতি অমিত শাহ এর নেতৃত্বে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিল করা হয় উদ্দেশ্য ছিলো বিবেকানন্দ মোড়। কিন্ত সেই মিছিল কে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্র গোটা বিধান সরণী। উত্তর প্রদেশ বিহার থেকে দুষ্কৃতী নিয়ে এসে রাজ্য কে উত্তপ্ত করা অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে।
এদিন মিছিল যখন কলকাতা বিশ্ববিদ্যালয় অতিক্রম করছিলো ঝামেলার সূত্রপাত সেখানে। গো ব্যাক ধ্বনি তোলেন ছাত্র রা পুলিশ কোনোমতে ঝামেলা সামাল দেয়। কিন্তু বিদ্যাসাগর কলেজের সামনেও একই পরিস্থিতি হলে বিজেপি সমর্থক রা ভাঙচুর চালায় কলেজে। ভেঙ্গে ফেলা হয় আসবাবপত্র, বাইক, সাইকেল চুরি করে নিয়ে যায় ল্যাপটপ এবং সব থেকে দূর্ভাগ্যজনক ঘটনা ভেঙ্গে ফেলা হয় বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি। ঘটনার তীব্র নিন্দা সর্বত্র।
No comments:
Post a Comment