চ্যাম্পিয়ন্স লিগ ২০১৮-১৯ এর সমি ফাইনাল কার্যত জমে ক্ষীর। প্রথম লেগে যা ফলাফল দ্বিতীয় লেগে তার উল্টো টা হচ্ছে। আগের দিন প্রথম লেগে ৩ গোলে এগিয়ে থাকা সত্ত্বেও বার্সেলোনা ৪-০ ব্যবধানে হেরে ফাইনালের টিকিট জোগাড়ে ব্যর্থ হয়, ফাইনালে যায় লিভারপুল। আর এইনদিন ও প্রথম লেগে এগিয়ে থাকা আয়াক্স আমস্টারডাম কে হারিয়ে ফাইনালের টিকিট জোগাড় করে ফেললো টটেনহ্যাম হটস্পারস। অর্থাৎ ব্রিটিশ ফাইনল দেখতে চলেছে চ্যাম্পিয়ন্স লিগ।
এদিন ঘরের মাঠে অনেক টা এডভান্টেজ নিয়ে শুরু করেছিল আয়াক্স। কিন্তু ব্রাজিলিয়ান বোম্বার লুকাস মৌরার একটা হ্যার্টিক স্পেল পুরো খেলা টা শেষ করে দিলো ৫৫,৫৯ ও ৯০+৬ মিনিটে তার করা তিনটি গোলের সুবাদে এগরিগেট গিয়ে দাঁড়ায় ৩-৩ এ কিন্ত অ্যাওয়ে গোলের সুবাদে ফাইনালের টিকিট কনফার্ম করলো স্পারস রা। আগামী ২রা জুন মাদ্রিদে মুখোমুখি দুই ব্রিটিশ দল এখন দেখার সেরার খেতাব কে ছিনিয়ে নিয়ে যায় লিভারপুল নাকি টটেনহ্যাম।
No comments:
Post a comment