DEBT TRAP হলো এক ধরণের ফাঁদ। যা চীন এই মুহূর্তে শ্রীলংকা, পাকিস্তান, কেনিয়া, জিবুতি ও মায়ানমার এর মতো দেশের বিরুদ্ধে ব্যবহার করে তাদেরকে নিজের হাতে নিয়ে আসে। চীন এই ব্যাপারটা ভালো করে বুঝেছে যে একুশ শতকে দাঁড়িয়ে কোনো দেশ অন্য কোনো দেশের বিরুদ্ধে সৈন্যবল ব্যবহার করে সেই দেশকে নিয়ন্ত্রণ করতে পারা যাই না, এমনকি বড়ো দেশগুলিও তা পারবেনা।
যা প্রথম বুঝেছিলো আমেরিকা এবং আমেরিকা ছোট ও গরিব দেশগুলিকে কিছু টাকা এককালে দিতো আর তার বিনিময় সেই দেশের সাথে চুক্তি করে সেই দেশের মাটি ব্যবহার করতো বিভিন্ন মিলিটারি ক্যাম্পের মাধ্যমে আবার পরে টাকা দিতো। যেমন-আফগানিস্তান, আইসল্যান্ড ও অন্যান্য ছোট, গরিব দেশে মিলিটারি ক্যাম্প বাসাতো।
আমেরিকা আবার চুক্তির মেয়াদ শেষ হলে সেই দেশের সাথে আবার চুক্তি করতো টাকা দিয়ে। কিন্তু চীন তা না করে ছোট ও গরিব দেশগুলিকে তার নিজের স্বার্থে ব্যবহার করছে। বাকিটা জানতে অপেক্ষায় থাকুন PART-২ এর জন্য।
No comments:
Post a comment