২০১১ বিশ্বকাপ পেয়েছিল ভারত। সেই দলকে নেতৃত্ব দিয়েছিলেন ভারতের অন্যতম সেরা ক্যাপটেন এম এস ধোনি। সেই সময় বাড়ি বসে পাঁচজন বন্ধুদের সাথে গলা ফাটিয়ে আনন্দ করেছিল বর্তমান ভারতীয় দলের অন্যতম খেলোয়াড় হার্দিক পান্ডিয়া। আট বছর পর ২০১৯ সাল, বছেরে সাথে ছবিরতে কিছু পরিবর্তন হয়েছে। ধোনিও আছে , কিন্তু তার নেতৃত্ব নেই। এবং হার্দিক সমর্থক থেকে হয়ে উঠেছে দলের একজন খেলোয়াড়। বিশ্বকাপেও রয়েছে হার্দিক পান্ডিয়া।
হার্দিক পান্ডিয়া সদ্য একটি ছবির কোলাজ তার টুইটারে শেয়ার করেছে। ছবিটির প্রথমে রয়েছে বন্ধুদের সাথে উল্লাসের ছবি। পরে রয়েছে দলের সতীর্থদের ছবি। যার মধ্যে রয়েছে ধোনি , শিখর , বুমরা। ভারতীয় অলরাউন্ডার হার্দিক পোস্টিতে লিখেছে ,"২০১১ সালে গলা ফাটিয়ে চিৎকার করা থেকে ২০১৯ সের দেশের হয়ে বিশ্বকাপ খেলার স্বপ্ন সত্যি হতে চলেছে।"ভক্তই
No comments:
Post a comment