এ কেমন হাল হচ্ছে দেশের দিন কে দিন সভ্যতার অগ্রগতির সাথে সাথে দেশের যতো উন্নতি সাধান হচ্ছে ততোই মাথাচাড়া দিচ্ছে এই ধরনের ঘটনা। এক সময় দেশে অস্পৃশ্যতার রীতি ছিলো এই ভয়ানক রীতির দ্বারা গ্রাম ছাড়া হতো দলিত পরিবার গুলি বাবাসাহেব আম্বেদকর এর লড়াই এই রীতির অবসান ঘটালেও দলিত রা থেকে গেছে অবহেলায়।
চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গুজরাটের রাজকোটে। সেখানে দলিত সম্প্রদায়ের এক বিয়ের অনুষ্ঠানে বর ঘোড়ায় চেপে বিয়ে করতে আসে আর তাতেই চক্ষু শূল হয় তথাকথিত উচ্চবর্ণের। তার ফলস্বরূপ ৫০০০ টাকা জরিমানা ও অপমানিত হতে হয় বর সহ বরপক্ষ দের। যদিও পুলিশ আইনানুগ ব্যবস্থা নিয়েছে আটক করা হয়েছে গ্রামের সারপাঞ্চ সহ মোট ৫ জন কে। কিন্তু এই ধরনের ঘটনা প্রশ্ন তুলে যাচ্ছে উত্তর-পশ্চিম ভারতের অশিক্ষা, কুসংস্কার ও জাতিভেদ প্রথাকে নিয়ে।
No comments:
Post a comment