আর কয়েকদিন পরেই ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০১৯। ইংল্যান্ড এর উদ্দেশ্যে রওনা দিচ্ছে একের পর এক দল এর মাঝেই সতর্কবার্তা শোনালো স্বয়ং ডেভিড ওয়ার্নার। ভারতের দুই ক্রিকেটার কে এল রাহুল ও হার্দিক পান্ডিয়ার থেকে সাবধান থাকতে বললেন সব দলগুলিকে।
তিনি বলেন "ভারতের দুই ক্রিকেটার হার্দিক ও রাহুল একেবারেই ফর্মে ছিলো না তার মধ্যে মাঠের বাইরের বিতর্ক তাদের ভালো পারফরমেন্স থেকে বিড়ত রাখছিলো, কিন্তু আইপিএল চলাকালীন তাদের যে ঝলক দেখা গেছে তা থেকে সব দলকে আগাম সতর্ক থাকা দরকার"। প্রসঙ্গত উল্লেখ্য যে চলতি আইপিএল সিজেনে অসাধারণ ফর্মে ছিলো এই দুই ক্রিকেটার। ওয়ার্নার আরোও বলেন বিশ্বকাপ এর প্রস্তুতির জন্য আইপিএল এক অত্যন্ত ভালো মঞ্চ। এবার দেখার ওয়ার্নারের সতর্কবাণী ফলে যায় কি না।
No comments:
Post a comment