TikTok বর্তমানে ভারতীয় উপমহাদেশে PUBG এর জনপ্রিয়তার সাথে পাল্লা দিয়ে এগিয়ে গেছে এই অ্যাপ টি। সম্প্রতি মাদ্রাজ হাইকোর্টের রক্তচক্ষুতে পরে যায় এটি তাই কয়েকদিনের জন্য গুগুল প্লে স্টোর থেকে তুলে নেওয়া হয় টিকটক কে। কিন্তু ফের সমহিমায় অবতীর্ণ এই টিকটক। এবার টিকটক কর্তৃপক্ষ তাদের ইউজ্যার দের জন্য নিয়ে এলো নতুন অফার।
তারা জানিয়েছেন তাদের ব্যবহারকারী রা যদি সোশ্যাল মিডিয়ে তে #ReturnOfTiktok লিখে শেয়ার করে তাহলে লাকি ড্র এর মাধ্যমে পেয়ে যাবে ১ লক্ষ টাকা। তারা আরো জানিয়েছেন যে ভারতীয় বাজারে ফের ২০০ মিলিয়ন ইউজার পেয়ে তারা খুশি তাই ইউজার দের কথা মাথায় রেখে এই অফার টি চালু করা হয়েছে। বলাবাহুল্য যে সম্প্রতি একটি সার্ভে তে ভারতে জনপ্রিয়তার নিরিখে ১ নম্বর মোবাইল অ্যাপ হিসেবে টিকটক কে বেছে নেওয়া হয়েছে।
No comments:
Post a Comment