আগামীকাল শেষ দফার ভোট হওয়ায় কমিশন থেকে কড়াকড়ি নিয়ম আরোপ করেছেন, যাতে কোনো রকম নিয়ম শৃঙ্খলা ভাঙতে কেউ না পারে তার নজর রাখবেন কমিশন। সবাই যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে তার ব্যবস্থাও করা হয় কমিশন থেকে।বুথ থেকে ২০০ মিটার দূরে দলীয় ক্যাম্পের ব্যবস্থা করা হয়। এর কাছাকাছি জমায়েত দেখা গেল কঠোর শাস্তির নির্দেশ কমিশনের।
এছাড়া কুইক রেসপন্স টিমের ও ব্যবস্থা আছে । ৪১০ জন কুইক রেসপন্স টিম তার মধ্যে থাকবে রাজ্য পুলিশও। ৭১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। প্রত্যেক বুথে থাকবে কেন্দ্র বাহিনী।শেষ দফার ভোটে কোনরকম অশান্তি বরদাস্ত নয় বলেন উপ নির্বাচন কমিশন।
No comments:
Post a comment