Trending

Tuesday, 7 May 2019

এবার ভোটের ছোঁয়া মদের উপরে! সাবধানে কিনুন মদ!
লোকসভা ভোট যতো এগোচ্ছে ততোই বাড়ছে নিরাপত্তার ঘেরাটোপ। নির্বাচন কমিশনের রক্তচক্ষুর কোপে পড়ছে অনেক কিছু। এবার সেই তালিকায় যুক্ত হলো লাইসেন্স ধারী মদের দোকানগুলির নাম। সম্প্রতি এমন বিজ্ঞপ্তি জারী হয়েছে উত্তর ২৪ পরগনার হেভিওয়েট কেন্দ্র ব্যারাকপুরে।

নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে যে অনেক সময় ভোটার দের মন জয় করতে বা ভোট নিজেদের দিকে টানতে অনেক রাজনৈতিক দল মদ কে হাতিয়ার করে। অর্থাৎ হাতে মদের বোতল ধরিয়ে ইভিএম এ নিজেদের ভোট বাড়ানোর ধান্ধায় থাকে অনেক রাজনৈতিক দল। তাই এবার আগে ভাগেই এধরনের জিনিস যাতে ব্যারাকপুর এ না হয় তার উপর জোড় দিচ্ছে নির্বাচন কমিশন। তাদের বিজ্ঞপ্তি তে বলা হয়েছে যে আবগারি দপ্তর সমস্ত বিষয়ের উপর পর্যবেক্ষণ করবে প্রতিটি দোকানে দেখা হবে মদ বিক্রির হার কতো টা বেড়েছে এবং যদি বেড়ে থাকে  তাহলে কেন বেড়েছে এই বিষয় ও জানতে চাওয়া হবে। প্রতি দোকানকে তাদের বেচাকেনা খতিয়ান আবগারি দপ্তর কে দিতে হবে। এই নতুন বিজ্ঞপ্তি জারির মাধ্যমে মদের বিনিময়ে ভোট এই প্রথায় কতোটা দাড়ি টানা যায় তা সময়ই বলবে।

No comments:

Post a Comment