ওড়িশা ও বাংলা এই দুই রাজ্যের মাথা ব্যাথার কারণ একটাই ঘূর্ণিঝড় ফণী। ওড়িশার চার জেলা সম্পূর্ণ লণ্ডভণ্ড সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে পুরী ও কেন্দ্রাপাড়া। ক্রেন ভেঙে বিপত্তি ঘূটছে পুরী তে, মেডিকাল কলেজে ও লণ্ডভণ্ড যদিও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো জানা যায় নি। এরাজ্যেও আচড় পড়েছে ফণীর ইতিমধ্যেই ভেঙ্গে গেছে ৪০-৫০ টি বাড়ি। দীঘা সম্পূর্ণ ফাকা এমন ঝড়ের আগের মুহূর্ত এই এই অবস্থা বাংলাতে।
ইতিমধ্যে দুপুর ৩ টে নাগাদ বন্ধ হয়ে গেছে কলকাতা বিমানবন্দর, ভুবনেশ্বর বিমানবন্দর কাল রাত থেকে বন্ধ। বাতিল হয়েছে প্রায় ২৪২ টি ট্রেন এরাজ্যেও বাতিল অনেক ট্রেন। ট্রেন বাতিল কে ঘিড়ে এদিন বিক্ষোভে ফেটে পড়েন বারাসাত স্টেশনের নিত্যযাত্রী রা যদিও মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে ট্রেন চলাচল আবার শুরু হয়েছে। সম্ভব্য দূর্গত এলাকার বাসিন্দা দের নিরাপদ স্থানে সরিয়ে আনার কাজ চলছে। আজ রাতের মধ্যে কলকাতায় ঢুকে পড়ার সম্ভবনা রয়েছে ফণীর।
No comments:
Post a Comment