Trending

Saturday, 4 May 2019

শহরে কি দাগ কাটল ফনি !

বিনিদ্র রাতের অবসান ঘটলো নির্বিঘ্নেই। ফণী কে কেন্দ্র করে কাল সারারাত ঘুম উড়ে গেছিলো শহর ও শহরতলীর বাসিন্দাদের আবহাওয়া দপ্তেরের মতে আজ গভীর রাত থেকে ভোরের মধ্যে কলকাতার উত্তরাংশে আছড়ে পড়ার কথা ছিলো ফণীর। আগাম সতর্কতা অবলম্বন করেছিল পুরসভা ও প্রশাসন তৈরি ছিলো ডিসাস্টার ম্যানেজমেন্ট টিমের সদস্যরাও। কিন্তু কোথায় কি ভূ-পৃষ্ঠ ছোঁয়ার সাথে সাথেই দ্রুত শক্তি ক্ষয় হতে থাকে ফণীর। এবং গতিপথ পরিবর্তনের ফলে কলকাতার সীমানায় প্রবেশ করা আর হয় নি ফণীর।

কিন্তু বর্তমানে কোথায় আছে ঘূর্ণিঝড় ফণী? তার বর্তমান অবস্থান হলো নদীয়া। আরামবাগ ও কাটোয়া হয়ে আজ সকালে নদীয়ায় প্রবেশ করেছে ফণী গতিবেগ ৫০-৬০ কিমি এরপর বেলা বাড়ার সাথে সাথে ক্রমেই বাংলাদেশের দিকে সড়ে যাবে ঝড় মুর্শিদাবাদ হয়ে বাংলাদেশের প্রবেশ করবে ফণী। বাংলাদেশে প্রবেশের সাথে সাথেই ঘূর্ণিঝড় এর সম্পূর্ণ শক্তিক্ষয় ঘটবে যার ফলে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা গুলি যেমন সাতক্ষীরা, পাবনা, ঝিনাইদহ, রাজশাহী, বরিশালে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আজ বিকেল থেকে কলকাতার আবহাওয়া ক্রমশ উন্নমন করবে।

No comments:

Post a Comment