দেড় মাস ধরে চলা লোকসভা এবং বিধানসভা উপনির্বাচনে কম হিংসার ঘটনা ঘটেনি। সেই ঘটনা বজায় থাকল গণনার দিনও। বিজেপির অভিযোগ গণনা কেন্দ্রে তাদের এজেন্ট এর ওপর হামলা করছে তৃণমূল। আপাতত ফলাফল অনুযায়ী রাজ্যের তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে 24 টি আসনে এবংবিজেপি 18টিতে।
যাদবপুর কেন্দ্রের গণনা হচ্ছে বিজয়গড় জ্যোতিষ রায় কলেজ এ। সেখানে বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে যে গণনা কেন্দ্রে তৃণমূল কর্মীরা তাদের এজেন্টকে মারধর করে। প্রসঙ্গত উল্লেখ্য যাদবপুর কেন্দ্র মিমি চক্রবর্তীর 80 হাজারেরও বেশি ভোট ব্যবধানে এগিয়ে রয়েছেন।আরো বিভিন্ন জায়গা থেকে টুকরো টুকরো ঝামেলার খবর আসছে ।তবে সবার চোখ এখন একটি দিকে নির্দিষ্ট ,এর পরবর্তী সরকার কে গঠন করে।
No comments:
Post a Comment