এই বছর আইপিএল-এ আমরা সাধারন আম্পায়ারিং দেখেছি, অনেক সময় আমরা আম্পায়ারের ভুল সিদ্ধান্ত লক্ষ্য করেছি। সেই অবস্থা ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ও বজায় থাকল। ধোনির আউট থেকে রায়নার আউট না দেওয়া এবং হোয়াইট বল না দেওয়ায় এই প্রতিবাদে ক্রুদ্ধ হয় পোলার্ড।
মুম্বাইয়ের শেষ ওভারে ব্রাভোর বলে পোলার্ডের নাটকীয়তা নতুন বিতর্কের জন্ম নিল। প্রথমে ব্রাভো পরপর দুটি বল করে।( তৃতীয় বলে হোয়াইট ইয়র্কার মারার প্রয়াস করে। কিন্তু সেটি হোয়াইট বল থাকা সত্বেও আম্পিয়ার সেটিকে হোয়াইট বল দেয়নি। এই থেকে বিতর্কের শুরু। চতুর্থ বলটি করার সময় ব্রাভো বল করার আগেই পোলার্ড পিচ থেকে দূরে সরে যায়। তারপর কিছু সময় পর আম্পায়ারের সাথে কথা বলে খেলা শুরু করা হয়।পোলার্ড এই ব্যবহারের জন্যই শাস্তি পেল। তবে এই ঘটনা প্রথম বার নয় এর আগেও বহুবার বিতর্কে জড়িয়েছে পোলার্ড। কিছু বছর আগে মিচেল স্টার্ক এর বল করার সময় ব্যাট হাত থেকে ছুঁড়ে ফেলে দিয়েছিল সেই ঘটনা ওসব ক্রিকেটপ্রেমীদের নজরে এসেছিল।
No comments:
Post a Comment